আমার সম্পর্কে

এই দেশের শিক্ষাব্যবস্থাতেই গড়ে উঠেছি, তবে কতটা সেই হাওয়া গায়ে লেগেছে আর কতটা মাথার উপর দিয়ে গিয়েছে সেটা আল্লা মালুম। গ্রাম-শহর দুইয়ে মিলিয়েই বড় হয়েছি। শরীরের খানিক জুড়ে গ্রাম আর খানিকটা জুড়ে শহর। গ্রাম আর শহরের 'মারামারিতে'ই আমার গড়ন-গঠন।

শ্রেণি অবস্থান মধ্যবিত্তের কোটায়; যেমনি অর্থনৈতিকভাবে তেমনি সামাজিকভাবে। মধ্যবিত্তের টানাপোড়ন ও সংকট মনোজগতকে শাসন করে নিয়মিত। কি পড়বো, কার সাথে প্রেম করবো, আদৌ প্রেম করবো কি না, বিয়ে করবো কি না সব কিছুর সিদ্ধান্ত আসে ঐ টানাপোড়ন হতে। সেই সাথে স্বার্থপরতা ও মেরুদন্ডহীনতাকেও পেয়েছি সেই শ্রেণিবৈশিষ্ট হিসেবেই।

চরিত্রে খুব ভীতু, দুনিয়াকে ডরাই, মানুষকে ডরাই, সমাজকে ডরাই। আর রাষ্ট্রের কথা বাদই দিলাম। তবে ভালোবাসি মানুষকে, তাই ভয় কাটানোর আপ্রান চেষ্টায় থাকি সর্বদাই।

দুনিয়াকে জানতে চাই, চারপাশকে জানতে চাই। সেই জানতে চাওয়ার জন্যেই লেখালেখি করি।আর কোন উদ্দেশ্য এখনো ঠিক করতে পারি নাই।

এইসব লেখালেখির অংশ হিসাবে কিছু বইও প্রকাশিত হয়েছে।
মুক্তিযুদ্ধে ধর্মের অপব্যবহার(২০১৭), [দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে।]
সময়ের ব্যবচ্ছেদ (২০১৯) [প্রকাশক: গ্রন্থিক প্রকাশন। এই বই অবশ্য দুইজন লেখকের যৌথ কর্মকাণ্ড] 
জহির রায়হান: মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ভাবনা (২০২০) [প্রকাশক: গ্রন্থিক প্রকাশন]
অনুবাদ: ইবনে খালদুন: জীবন চিন্তা সৃজন- রবার্ট আরউইন [প্রকাশক: দিব্য প্রকাশনী]